Customer Care: (+88) 09 649649649
Mail To: support@admindeal.com.bd

এডমিন ডিলে কিভাবে ফ্রীতে প্যাকেজ পারসেস করবেন?

AdminDeal Tutorial

অ্যাডমিন ডিলে ফ্রী তে প্যাকেজ পারচেস করতে চাইলে আপনার কম্পিউটারের ব্রাউজারটি থেকে অ্যাাডমিন ডিলের ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।ওয়েবসাইটটিতে আসার পর উপরের ডানদিকে ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করুন। ড্যাশবোর্ডে আসার পর বাম পাশে নিচের দিকে প্যাকেজ অপশনটিতে ক্লিক করে প্যাকেজারস অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনি প্রিমিয়াম প্যাকেজ ফর sellers এর তিনটি অপশনই দেখতে পাবেন।

Video Tutorial



প্রথম অপশন অর্থাৎ প্যাকেজ one এ আপনি বিনামূল্যে সর্বোচ্চ ৫০০ টি প্রোডাক্ট কোনো চার্জ ছাড়াই আপলোড করতে পারবেন। এভাবে ১০০০ প্রোডাক্ট এর জন্য ১০ টাকা এবং 1500টি প্রোডাক্ট এর জন্য ২০ টাকা করে প্রদান করতে হবে। প্যাকেজগুলোর মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ এক বছর পর্যন্ত। এরপর ফ্রী প্যাকেজ অপশনটিতে ক্লিক করলেই আপনার প্যাকেজ purchase সম্পন্ন হবে। প্যাকেজ purchase সম্পন্ন হয়ে গেলে আপনার একাউন্ট এর dashboard পেজে ভেরিফাইড এর লোগোটি চলে আসবে।

কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন ০৯ ৬৪৯ ৬৪৯ ৬৪৯ নম্বরে।