Customer Care: (+88) 09 649649649
Mail To: support@admindeal.com.bd

এডমিন ডিলে কিভাবে সেলার একাউন্ট ভেরিফাই করবেন ?

AdminDeal Tutorial

এডমিন ডিলে সেলার হিসেবে ভেরিফিকেশন করতে চাইলে শুরুতে আপনার কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করুন। এরপর www.admindeal.com.bd লিখে সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।ওয়েবসাইটটিতে আসার পর উপরের ডানদিকে দেখতে পাবেন লগইন অপশন। এতে ক্লিক করে ফোন নাম্বার বা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগইন করুন। লগইন করার পর ড্যাশবোর্ডের ডান পাশে verity now button এ ক্লিক করুন। এতে ক্লিক করলে আপনাকে একটি ফর্মের পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনার নাম,আপনার শপ বা দোকানের নাম, ইমেইল, আপনার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার, NID, Passport অথবা driving license নাম্বার দেয়ার পর উপরে দেয়া ডকুমেন্টের তোলা ছবি আপলোড করে Apply বাটনে ক্লিক করুন। ভেরিফাই‌ সম্পূর্ণ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের Dashboard এ ভেরিফাইড ব্যাজটি চলে আসবে। কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নম্বর 09 649 649 649 নম্বরে।


Video Tutorial