Customer Care: (+88) 013 21377766
Mail To: support@admindeal.com.bd

এডমিন ডিলে কিভাবে ডিজিটাল প্রডাক্ট আপলোড করবেন?

AdminDeal Tutorial

অ্যাডমিন ডিলে digital product upload করতে চাইলে শুরুতে ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।ওয়েবসাইটটিতে আসার পর উপরের ডানদিকে দেখতে পাবেন ড্যাশবোর্ড অপশন। ড্যাশবোর্ডের নিচের দিকে প্রডাক্টস অপশন থেকে ডিজিটাল প্রোডাক্ট এ ক্লিক করুন। Add new digital product এ ক্লিক করুন। এরপর আপনাকে একটি ফর্মের পেজে নিয়ে যাবে।

Video Tutorial



Product Name এ প্রোডাক্টের নাম টাইপ করুন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনি যে প্রোডাক্টটি বিক্রি করতে ইচ্ছুক তার প্রোডাক্ট ফাইলটি আপলোড করুন। এরপর https://rapidtags.io/ এই লিংকে প্রবেশ করে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ করুন। ট্যাগসগুলো কপি করে পেস্ট করুন। Gallery image এ আপনার প্রোডাক্ট এর সবগুলো ছবি আপলোড করুন। ছবিগুলোর সাইজ হতে হবে ৬০০× ৬০০ পিক্সেল। Thumbnail image এ ক্রেতার কাছে শুরুতে দৃশ্যমান ছবি আপলোড করুন যার সাইজ হবে ৩০০×৩০০ পিক্সেল। ‌ meta tags এর মেটা টাইটেলে আপনার প্রোডাক্ট এর ধরন সম্পর্কে ইনফরমেশন টাইটেল আকারে লিখতে হবে যা সার্চ ইঞ্জিন কে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবে এবং মেটা ডেসক্রিপশনে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখুন। Meta image এ প্রোডাক্ট এর ছবি আপলোড করুন। প্রাইস অপশন এর ইউনিট প্রাইসে প্রোডাক্ট এর বিক্রয়মূল্য, পারচেজ প্রাইজে আপনার প্রোডাক্টের ক্রয় মূল্য টাইপ করুন। আপনার প্রোডাক্টের ওপর সংযোজিত ডিসকাউন্ট ফ্লাট অর্থাৎ টাকায় দিতে চাইলে ফ্লাট লিখা ঘর টি পূরণ করুন অন্যথায় ফ্লাটের ঘর খালি রাখুন। প্রোডাক্ট ইনফরমেশন এর ডেসক্রিপশনে প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা বিস্তারিত আকারে লিখুন। কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নম্বর ০৯ ৬৪৯ ৬৪৯ ৬৪৯ নম্বরে